Terms & Conditions
- ফ্রেশার অথবা স্টুডেন্টদের জন্য এই প্রোগ্রাম প্রযোজ্য নহে।
- বয়স সীমা ২৫ থেকে ৩৫ বছর হতে হবে।
- সংশ্লিষ্ট কাজের উপরে তিন বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে।
- সংশ্লিষ্ট প্রোগ্রামের জামানত বাবদ পচিশ হাজার টাকা জমা রাখতে হবে।
- ৮০% ক্লাসে উপস্থিত না থাকলে, নিয়মিত হোমওয়ার্ক না করলে এবং মাসিক পরীক্ষায় পাশ না করলে ভর্তির তিন মাস পর চুক্তি বাতিল করা হবে।
- চুক্তি বাতিল হলে কোনো প্রকার জামানত ফেরত পাওয়া যাবে না।
- নিয়মিত ক্লাসে উপস্থিত, সফলভাবে কোর্স এবং জাপানি ভাষা দক্ষতার পরীক্ষায় পাশ করলেই কেবল জব অফার লেটার পাওয়া যাবে।
- N5 এবং N4 পরীক্ষার ফিস প্রশিক্ষনার্থী নিজ থেকে প্রদান করবে। জাপানি ভাষা পরীক্ষায় পাশ করার পর ভিসা প্রসেসিং শুরু হবে।
- ভিসা সম্পর্কিত কোনো গ্যারান্টি কর্তৃপক্ষ প্রদান করে না।
- এই ট্রেনিং প্রোগ্রাম এবং সার্টিফিকেশন আপনার ভিসা নিশ্চিত করে না।
- জাপানে প্রবেশের প্রথম দুই বছর নিয়োগদাতা প্রতিষ্ঠানের অধীনে চাকুরী করতে হবে।
- যোগ্যতার (IT Certification, Skill Test, Language Skill) ভিত্তিতে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
- ভিসা প্রসেস এবং জাপান গমন সংক্রান্ত সকল খরচ প্রশিক্ষণার্থীকে বহন করতে হবে।